আপনার ডায়মন্ড আসল তো? বিনা মূল্যে পরীক্ষা করিয়ে নিন
প্রথমবারের মতো দেশে আয়োজিত বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২-এ দর্শনার্থীদের জন্য আকর্ষণীয় সুযোগ নিয়ে এসেছে এসজিএল। প্রতিষ্ঠানটি বিনা মূল্যে মাত্র এক মিনিটেরও কম সময়ের মধ্যে ডায়মন্ড পরীক্ষা করছে। দর্শনার্থীরা জুয়েলারি এক্সপোতে এসে জানতে পারবেন তাদের ব্যবহার করা ডায়মন্ড ন্যাচারাল নাকি ল্যাবরেটরি মেইড। আর ল্যাবরেটরি মেইড হলেও কোন মানের সেটা অনায়াসেই জানা যাবে।
বৃহস্পতিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) তিন দিনব্যাপী বাংলাদেশ জুয়েলারি এক্সপো-২০২২-এর উদ্বোধন করা হয়। এর মধ্যে ১ নম্বর ভবনে রয়েছে ডায়মন্ড পরীক্ষার বুথ এসজিএল।
এসজিএলের ল্যাব ম্যানেজার সৌরভ বণিক কালের কণ্ঠকে বলেন, 'মেলা চলাকালীন যে কেউ এখানে এসে বিনা মূল্যে ডায়মন্ড পরীক্ষা করতে পারবেন। পরীক্ষা করে আমরা বলে দেব তাদের ডায়মন্ড ন্যাচারাল নাকি ল্যাবরেটরি মেইড। আর ল্যাবরেটরি মেইড হলেও কোন মানের সেটি জানা যাবে পরীক্ষায়। '
তিনি বলেন, 'মাত্র ৪০ থেকে ৫০ সেকেন্ডে বাংলাদেশে আমরাই প্রথম ডায়মন্ড পরীক্ষার প্রযুক্তি এনেছি। ডায়মন্ড পরীক্ষার মেশিনটি জার্মানির। এটি সম্পূর্ণ নির্ভুলভাবে বলে দেয় ডায়মন্ড ন্যাচারেল নাকি ল্যাবরেটরি মেইড। '
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- প্রযুক্তি
- পরীক্ষা
- ডায়মন্ড