একান্ত বৈঠক শেষে প্রথম রাজনৈতিক সংলাপে দুই পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৬ মার্চ ২০২২, ১২:৪১

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও সৌদি আরবের সফররত পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান একান্ত বৈঠক করেছেন। একান্ত বৈঠক শেষে তাঁরা প্রথম রাজনৈতিক সংলাপে সংলাপে বসেছেন।


আজ বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর অংশগ্রহণে এই সংলাপ অনুষ্ঠিত হচ্ছে।


কূটনৈতিক সূত্র বলছে, প্রথম রাজনৈতিক সংলাপে দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়টি গুরুত্ব পাবে।


পাশাপাশি ব্যবসা, বিনিয়োগ বাড়ানো, সৌদি আরবের পরিবেশ সুরক্ষায় সহযোগিতা, রোহিঙ্গা সমস্যা সমাধানের মতো বিষয়গুলো আসবে।


দুই দেশের কূটনৈতিক সূত্রে জানা গেছে, চলমান ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি আলোচ্যসূচিতে থাকছে। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে সৌদি অভিযান এবং আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি আলোচনায় তুলতে পারে সৌদি আরব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও