You have reached your daily news limit

Please log in to continue


সুপ্রিম কোর্ট বার নির্বাচন শুরু আজ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে মঙ্গলবার। মঙ্গল ও বুধবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

ভোটগ্রহণের যাবতীয় প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন। সমিতির অডিটোরিয়ামে ৫২টি বুথ বসানো হয়েছে।

এবার আট হাজার ৬২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

দুই দিনব্যাপী ভোট গ্রহণ শেষে বৃহস্পতিবার ভোট গণণা করে ফলাফল ঘোষণা করা হবে।’

নির্বাচনে আওয়ামীপন্থি প্রার্থীরা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা) ও বিএনপিপন্থি প্রার্থীরা জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য (নীল) প্যানেলে অংশ নিচ্ছেন। এ ছাড়া কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও রয়েছেন।

এবারের নির্বাচনে ১৪ পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী রয়েছেন। এর মধ্যে সাদা প্যানেলের ১৪ জন, নীল প্যানেলের ১৪ জন এবং স্বতন্ত্র পাঁচজন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন