হোয়াটসঅ্যাপে ছবি এডিটিংও সম্ভব, জানুন বিস্তারিত

ঢাকা টাইমস প্রকাশিত: ১০ মার্চ ২০২২, ১১:১৭

হোয়াটসঅ্যাপ ছাড়া বর্তমান প্রজন্মের জীবন যেন অচল। জরুরি কাজে দিন দিন হোয়াটসঅ্যাপের গুরুত্ব বেড়েই চলেছে। বিশ্বের সবথেকে জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ নিয়ে আসছে বিভিন্ন ধরনের নতুন ফিচার। চলতি বছর হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের জন্য ছিল বিশেষ সাল। মেটা মালিকানাধীন এই কোম্পানি চলতি বছরে অনেক দুর্দান্ত ফিচার চালু করেছে। আরও অনেক ফিচার নিয়ে কাজ করছে কোম্পানি।


হোয়াটসঅ্যাপে এবার ব্লার ফিচার যোগ করা যাবে। এছাড়াও একাধিক ফিচার দেওয়া হচ্ছে এই অ্যাপটিতে। সাধারণত নতুন কোনও ফিচার চালু না হওয়া পর্যন্ত সংস্থার তরফে সরাসরি কোনও কিছু জানানো হয় না। তবে, ডব্লিউএবেটাইনফো-র তরফে জানানো হয়েছে, খুব শীঘ্রই ফটো এডিটিং ফিচার ব্যবহার করতে পারবেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। কোনও ফটো অন্য কোনও ব্যবহারকারীর কাছে পাঠানোর আগে বেসিক কিছু এডিটিং করতে পারবেন। জেনে নিন বিস্তারিত...


যে এডিটিং ফিচারগুলি যোগ করা হবে তার মধ্যে রয়েছে ব্লার টুল। বর্তমানে এই টুলটি শুধুমাত্র আইওএস ব্যবহারকারীরা পেলেও পরবর্তীতে অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্যও এই সুবিধা দেওয়া হবে। ডব্লিউএবেটাইনফো থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য একটি বিশেষ আপডেটেড বিটা ভার্সন লঞ্চ করেছে সংস্থাটি। এই ভার্সটি হল ২.২২.৭.১। ব্লার টুলের পাশাপাশি একটি পেনসিল টুলও অ্যাড করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও