You have reached your daily news limit

Please log in to continue


‘পিগ বুচারিং’ প্রতারণায় যুক্ত ২০ লাখ অ্যাকাউন্ট মুছে ফেলল মেটা: কী এই প্রতারণা, কীভাবে নিরাপদ থাকবেন

অনলাইনে প্রতারণা রোধে উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে মেটা। প্রতিষ্ঠানটি সম্প্রতি ‘পিগ বুচারিং’ নামে পরিচিত একধরনের প্রতারণার সঙ্গে যুক্ত ছিল, এমন ২০ লাখের বেশি অ্যাকাউন্ট মুছে দিয়েছে। এ প্রতারণায় অপরাধীরা অনলাইনে মিথ্যা সম্পর্ক তৈরি করে এবং ভুক্তভোগীদের লাভজনক বিনিয়োগের ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়। বেশির ভাগ ক্ষেত্রেই এ প্রতারণা ভার্চ্যুয়াল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি–সম্পর্কিত বিনিয়োগের নামে পরিচালিত হয়।

পিগ বুচারিং কী

শব্দটি অদ্ভুত শোনালেও এর অর্থ হচ্ছে প্রতারকেরা ভুক্তভোগীদের অর্থনৈতিকভাবে নির্ভরশীল করার জন্য ধীরে ধীরে তাঁদের বিশ্বাস অর্জন করে। সাধারণত এটি শুরু হয় একটি বন্ধুত্বপূর্ণ বার্তা দিয়ে। এসব বার্তা সামাজিক যোগাযোগমাধ্যম, ডেটিং অ্যাপ বা একদম অপ্রত্যাশিত কোনো এসএমএসের মাধ্যমে পাঠানো হয়। প্রতারক নিজেকে আস্থাশীল ব্যক্তির রূপে উপস্থাপন করে এবং ধীরে ধীরে ভুক্তভোগীকে একটি লাভজনক বিনিয়োগে অংশ নিতে উৎসাহিত করে। প্রাথমিকভাবে তারা ছোট অঙ্কের অর্থ উত্তোলনের সুযোগ দিয়ে আস্থা সৃষ্টি করে, তবে পরবর্তীকালে পুরো অর্থ নিয়ে পালিয়ে যায়।

কারা এই প্রতারণার নেপথ্যে

এই প্রতারণার মূল হোতা এশিয়ার কিছু দেশের সংগঠিত অপরাধী চক্র। বিশেষ করে কম্বোডিয়া, লাওস ও মিয়ানমারে এই চক্র বেশি সক্রিয়। গবেষণা বলছে, প্রতিবছর প্রায় ৬ হাজার ৪০০ কোটি মার্কিন ডলার এ প্রতারণা কৌশলের মাধ্যমে হাতিয়ে নেওয়া হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন