দেড় কোটি ছাড়ালো এক্সের প্রতিদ্বন্দ্বী ব্লুস্কাইয়ের ব্যবহারকারী
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৪, ১৬:৪০
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্লুস্কাই এরই মধ্যে সবার কাছে পরিচিত। এক্সের প্রতিদ্বন্দ্বী এই অ্যাপে দিন দিন ব্যবহারকারী বেড়েই চলেছে। প্ল্যাটফর্মটি ২০১৯ সালে চালু হয়েছে। তবে সম্প্রতি এটি আলোচনায় উঠে এসেছে।
এক্স বিমুখদের সিংহভাগই বিকল্প করছেন এমন এক প্ল্যাটফর্মকে, যার পথচলা শুরু এক্স-এর হাত ধরেই। অবশ্য তখন ‘এক্স’ ছিল টুইটার। এমনকি এটি টুইটারের আদলেই তৈরি একটি প্ল্যাটফর্ম বলেই মনে করছেন সবাই। এর একটি কারণও আছে বটে। কারণ হচ্ছে টুইটার নির্মাতা জ্যাক ডরসিই ব্লুস্কাইয়ের নির্মাতা। তবে এখন তিনি এর দায়িত্বে নেই।