You have reached your daily news limit

Please log in to continue


Skin care hacks: নামী-দামি প্রসাধনী ব্যবহার করেও কনুইয়ের কালো দাগ যাচ্ছে না? কী ভাবে হবে মুশকিল আসান

মুখের ত্বকের যত্ন নিতে আমরা কোনও রকম অবহেলা করি না। নিয়মিত পরিচর্যায় মুখের উজ্জ্বলতা বাড়লেও কনুইয়ের কালচে দাগ তোলার ব্যপারে আমরা অনেকেই উদাসীন। চাপ দিয়ে বসার কারণেও কনুইয়ে কালো দাগ পড়ে।

তা ছাড়া মৃত কোষের স্তর জমে জমে জায়গাটি কালচে হয়ে যায়। বেশি ক্ষণ রোদে থাকলেও হাইপার পিগমেন্টেশনের ফলেও এমনটা হতে পারে। নামী-দামি প্রসাধনী ব্যবহার করেও এই দাগ সহজে যেতে চায় না! তবে ঘরোয়া কয়েকটি উপাদান কাজে লাগিয়ে হাঁটু বা কনুইয়ের কালচে দাগ সহজেই দূর করা যায়।

যদিও রাতারাতি তা সম্ভব নয়, নিয়মিত ব্যবহার করলে তবেই ফল মিলবে।অ্যালো ভেরা ও কফির প্যাকএক চামচ কফি নিয়ে তাতে অ্যালো ভেরা জেল মিশিয়ে একটি পেস্ট তৈরি করে নিন। এ বার এই মিশ্রণটি হাঁটু ও কনুইতে ঘষুন। এক টানা কয়েক মিনিট ঘষার পর কফির রং বদলাতে শুরু করবে। তখন জল দিয়ে পরিষ্কার করে ফেলুন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন