কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাগেরহাটে ভোজ্যতেল মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা

ঢাকা টাইমস বাগেরহাট সদর প্রকাশিত: ০৯ মার্চ ২০২২, ১৮:৩৪

বাগেরহাটে ভোজ্যতেল মজুদের অভিযোগে দুই ব্যবসায়ীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে বাগেরহাট শহরের প্রধান বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করে।


ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে অধিকাংশ দোকানি তাদের দোকান বন্ধ করে কৌশলে সটকে পড়েন। বাগেরহাট প্রধান বাজারের মেইন রোড়ের মেসার্স পল্টু সাধু স্টোরের মালিক শ্রীদাম সাধুকে এক লাখ টাকা এবং একই সড়কের জয় মা স্টোরের মালিক শংকর কুমার পালকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।


বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার নির্বাহী হাকিম মোহাম্মদ মোজাহেরুল হক সাংবাদিকদের বলেন, বাগেরহাট প্রধান বাজারের কিছু অসৎ ব্যবসায়ী ভোজ্যতেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে এই অভিযোগে বাজার পরিদর্শনে যাই। বাজারের দুই ব্যবসায়ী শ্রীদাম সাধু ও শংকর পালের গোডাউনে গিয়ে তল্লাশি করে চার হাজার লিটার বোতলজাত ভোজ্যতেল পাই। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও