ইউক্রেনের জন্য ৭০ কোটি ডলার বরাদ্দ দিয়েছে বিশ্বব্যাংক

ঢাকা টাইমস ইউক্রেন প্রকাশিত: ০৮ মার্চ ২০২২, ১২:৪০

ইউক্রেন সরকারের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা, বেতন-ভাতা ও পেনশন প্রদানে সহায়তার জন্য ৭০ কোটি ডলারের জরুরি তহবিল বরাদ্ধ দিয়েছে বিশ্ব ব্যাংক।


বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, সুইডেন, জাপান, ডেনমার্ক, লাটভিয়া, লিথুয়ানিয়া এবং আইসল্যান্ড এই প্যাকেজে অর্থ যোগান দিচ্ছে।


রুশ সামরিক হামলায় ইউক্রেনের অর্থনীতিতে বড় বিপর্যয় ঘটেছে। দেশটির আর্থিক ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে মিত্র দেশগুলো বিভিন্ন আর্থিক সহায়তা দিচ্ছে।


বিশ্বব্যাংক জানিয়েছে, আগামী কয়েক মাসের মধ্যে ইউক্রেন ও প্রতিবেশি দেশগুলোর জন্য তিনশো কোটি ডলারের একটি তহবিল ছাড় করার ব্যাপারে তারা কাজ করছে।


ইউক্রেন থেকে ১৫ লাখের বেশি মানুষ প্রতিবেশী দেশগুলোতে শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণ করেছে। এসব শরণার্থীদের কারণে প্রতিবেশী দেশগুলোতেও আর্থিক সহায়তার পরিকল্পনা করছে বিশ্বব্যাংক।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও