কিইভসহ ইউক্রেইনের চার শহরে অস্ত্রবিরতির ঘোষণা রাশিয়ার

বিডি নিউজ ২৪ ইউক্রেন প্রকাশিত: ০৭ মার্চ ২০২২, ১২:১১

বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার সুযোগ দিতে ইউক্রেইনের রাজধানী কিইভসহ কয়েকটি শহরে অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া।


রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে (বাংলাদেশ সময় বেলা ১টা) এই অস্ত্রবিরতি কার্যকর হবে, যাতে কিইভ, খারকিভ, মারিওপোল ও সুমাই শহর থেকে বেসামরিক লোকজন নিরাপদে সরে যাওয়ার সুযোগ পায়।


এই শহরগুলোতে গত কয়েক দিন ধরে লাগাতার আক্রমণ চালিয়ে আসছে আগ্রাসী রুশ বাহিনী। সেখানে মানবিক সহায়তার কোরিডোর খোলার বিষয়ে ইউক্রেইনের তরফ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।


রয়টার্স লিখেছে, বড় ধরনের বিপর্যয়ের মুখে থাকা এই শহরগুলোর পরিস্থিতি বিবেচনায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ব্যক্তিগত অনুরোধে এসব শহরে অস্ত্রবিরতি কার্যকরের এই ঘোষণা দিয়েছে মস্কো।


বার্তা সংস্থা আরআইএ-র প্রকাশিত মানচিত্র অনুযায়ী, কিইভ থেকে মানবিক সহায়তার করিডোর বেলারুশের দিকে যাবে এবং খারকিভের বেসামরিক বাসিন্দারা শুধু রাশিয়ার দিকে যাওয়া একটি করিডোর ব্যবহার করতে পারবে। মারিওপোল ও সুমাই থেকে বের হওয়ার করিডোর শহর দুটির বেসামরিকদের ইউক্রেইনের অন্যান্য শহর ও রাশিয়ায় নিয়ে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও