চুলের জেল্লা ফেরানোই নয়, রিঠার রয়েছে আরও গুণ
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০৬ মার্চ ২০২২, ২০:৪৯
চুলের জেল্লা ফেরাতে রিঠার কোনও জবাব নেই। চুল পড়া বন্ধ করতেও শ্যাম্পুর পরিবর্তে অনেকেই রিঠা ব্যবহার করেন। তবে শুধু চুলের যত্নে নয়, ঘরের একাধিক জিনিস পরিষ্কার করতেও রিঠার জুরি মেলা ভার।
কী ভাবে ব্যবহার করবেন?
২৫ থেকে ৩০ টি রিঠা দু’লিটার গরম জলে ডুবিয়ে রাখুন। ফলগুলি নরম হয়ে গেলে বীজ ছাড়িয়ে আলাদা করে নিন। ফলের কাতটি আবার জলে দিয়ে বেশ কিছু ক্ষণ ফুটতে দিন। জল খানিকটা কমে গেলে আঁচ বন্ধ করে দিন। তার পর সারা রাত এ ভাবেই রেখে দিন। পরদিন সেই জলটি ভাল করে ছেঁকে বোতলে ভরে রাখুন।
- ট্যাগ:
- লাইফ
- চুলের যত্ন
- রিঠার ব্যবহার