![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2022/Mar/1646309909_whatsapp-image-2022-03-03-at-5-41-48-pm.jpeg)
Night Skin Care: রোজ রাতে ঘুমের আগে ত্বকের যত্ন নেবেন কী ভাবে
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০৩ মার্চ ২০২২, ১৮:২৪
উজ্জ্বল ও মসৃণ ত্বকের মতো আরাম আর কিসেই বা আছে! কিন্তু কোমল ত্বক পেতে হলে কিছু নিয়ম পালন করতে হয়। না হলে খুব বেশি দিন ধরে রাখা যায় না ত্বকের ঔজ্জ্বল্য। সারা দিন নানা কাজে ব্যস্ত থাকেন।
অনেক সময়েই ইচ্ছা থাকলেও রূপচর্চা সে ভাবে করা হয় না। কিন্তু রাতে ঘুমের আগে সামান্য যত্নও অনেকটা সাহায্য করতে পারে ত্বক কোমল ও মসৃণ রাখতে।