কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সুইফট থেকে রাশিয়াকে বহিষ্কারের পরিণতি

কালের কণ্ঠ নিরঞ্জন রায় প্রকাশিত: ০৩ মার্চ ২০২২, ০৯:২৩

পশ্চিমা বিশ্বের আরোপ করা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এখন আর সেভাবে কাজ করে না। বিষয়টি পশ্চিমা বিশ্বও যথার্থই বুঝতে পেরেছে এবং এ কারণেই শুধু অর্থনৈতিক নিষেধাজ্ঞার ওপর নির্ভর না করে তড়িঘড়ি রাশিয়ার কিছু ব্যাংককে সুইফট (ঝডওঋঞ—সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফিন্যানশিয়াল টেলিকমিউনিকেশন) থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে। পশ্চিমা বিশ্বের এই পদক্ষেপ আদৌ কাজ করবে কি না, করলে কিভাবে কাজ করবে এবং কতটা কাজ করবে, তা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে সুইফট থেকে বহিষ্কারের কারণে রাশিয়া যুদ্ধ বন্ধ করে ফিরে যাবে—এমনটা ভাবার কোনো কারণ নেই।


রাশিয়া, বিশেষ করে পুতিন ভালো করেই জানেন যে এই যুদ্ধে হেরে যাওয়ার অর্থই হচ্ছে রাশিয়ার অস্তিত্বই হারিয়ে যাওয়া। পুতিন দীর্ঘ ২০ বছর চেষ্টা করে রাশিয়ার হারানো গৌরব পুনরুদ্ধারে যতটুকু অগ্রগতি অর্জন করেছেন, তার পুরোটা তো শেষ হয়ে যাবেই, উল্টো রাশিয়া বিশ্বরাজনীতিতে আরো পিছিয়ে যাবে ৫০ বছর। তাই রাশিয়ার মতো বিশ্বের দ্বিতীয় পরাশক্তি যে সর্বশক্তি নিয়োগ করে হলেও এই যুদ্ধে জয়ী হতে চেষ্টা করবে, তা খুব সহজেই অনুমেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও