যেসব অভ্যাস খুব তাড়াতাড়ি চুলের রং নষ্ট করে দেয়

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০১ মার্চ ২০২২, ১৬:১০

চুল রং করা আজকাল ফ্যাশনের একটি বড় অংশ দখল করে আছে। নিজেদের পছন্দ অনুযায়ী অনেকেই চুলে রং করিয়ে থাকেন। এর জন্য টাকাও খরচ করেন বেশ ভালোই। তারপর ভিন্ন এক লুকে সহজেই প্রিয়জনের হৃদয় কাড়েন।


সমস্যা হয় তখন, যখন দেখেন এক মাস যেতে না যেতেই চুলের রং ফিকে হয়ে গেছে। এবার নিশ্চয়ই যিনি চুল রং করেছিলেন, সেই বিশেষজ্ঞের উপর বেজায় রাগ হবে? কিন্তু মনে করে দেখুন তো, রং করার পর যে নির্দেশগুলো তিনি দিয়েছিলেন, সব আদৌ মেনেছেন? মানলে এ রকম হত না।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও