You have reached your daily news limit

Please log in to continue


স্বামীর ছেলেমানুষি চিন্তার কারণ? যা করণীয়

বয়স হলেও অনেক সময় অপরিপক্ব থেকে যায় মন। আর এই অপরিপক্ব মন থেকেই মানুষের মধ্যে আচরণগত অনেক সমস্যা দেখা দেয়। যেমন ধরেন আপনার স্বামী যদি আপনার সঙ্গে বাচ্চাদের মতো আচরণ করে, কোনো চিন্তাভাবনা না করে কথা বলে, তাহালে  তা চিন্তার বিষয়। এমন সঙ্গীকে সামলানোর জন্য পাঁচটি টিপস মাথায় রাখতে পারেন, যা আপনার সম্পর্ককে তিক্তকা থেকে দূরে রাখবে।

 

 

ব্যক্তিগতভাবে না নেওয়া

সঙ্গী তার অপরিপক্ব মনোভাবের কারণে অনেক বিরক্তিকর কথা বলতে পারে। তবে এটাকে ব্যক্তিগতভাবে নেওয়া যাবে না। আপনি যখন বুঝতে পারছেন, তখন তর্কে গেলে হিতে বিপরীত হতে পারে। এ জন্য বিষয়গুলো নিয়ে তার সঙ্গে খোলাখুলি বসে আলোচনা করুন।  

প্রতিক্রিয়া জানাবেন না, কিন্তু সাড়া দিন

শান্ত থাকুন। আবেগ দিয়ে তাকে বোঝানোর  চেষ্টা করুন।  কারণ আপনি প্রতিক্রিয়া করলে তার ব্যবহার উল্টো খারাপ হতে পারে। তবে সবার সামনে যদি কোনো বিষয়ে সে আপনাকে দোষারোপ করে তাহলে প্রতিক্রিয়া জানান, তবে তা যেন আক্রমণাত্মক না হয়।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন