![](https://media.priyo.com/img/500x/https://www.dhakatimes24.com/assets/news_photos/2022/02/28/image-251939.jpg)
বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত ছবিতে মিষ্টি মারিয়া
ঢাকা টাইমস
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৫:২৬
বর্তমান সময়ের প্রতিভাবান মডেল ও অভিনেত্রী মিষ্টি মারিয়া। নিয়মিত তিনি কাজ করছেন নাটক, বিজ্ঞাপন ও চলচ্চিত্রে। এবার প্রথমবারের মতো অভিনয় করছেন সরকারি অনুদানের ছবিতে। মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘টুঙ্গিপাড়ার দুঃসাহসী খোকা’ ছবিতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে তাকে।
ঢাকাটাইমসকে এ তথ্য মিষ্টি মারিয়াই জানিয়েছেন। তিনি বলেন, ‘ইচ্ছা ছিল একটি হলেও অনুদানের ছবিতে কাজ করব। সুযোগটা পেয়েও গেলাম। প্রায় ৯০ বছর আগের সময়ের একটি চরিত্র রূপদান করেছি। এখানে গুণী সব মানুষদের সাণ্ণিধ্য পেয়েছি। সবাই খুব যত্ন নিয়ে কাজটি করছেন। আশা করছি, দর্শক ভালো কিছু পেতে যাচ্ছেন।’
- ট্যাগ:
- বিনোদন
- ছবি
- নতুন সিনেমা
- মিষ্টি মারিয়া