প্রাচীন আয়ুর্বেদিক ‘তেল দিয়ে কুলকুচি’ পদ্ধতির রহস্য
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩:২৯
নানা কারণে আমাদের মুখে দুর্গন্ধ সৃষ্টি হয়। এছাড়া নানা রকম জীবাণুরাও বাসা বাঁধে। এজন্য মুখের দুর্গন্ধ কমাতে ও মুখগহ্বরের সুস্বাস্থ্য বজায় রাখতে অনেকেই ব্যবহার করেন বাজার চলতি নানা কৃত্রিম মাউথ ওয়াশ।
জানেন কি, প্রাচীন আয়ুর্বেদ শাস্ত্রেই রয়েছে এমন এক পদ্ধতি যা দামে ও গুণে টেক্কা দিতে পারে যেকোনো কৃত্রিম মাউথওয়াশকে! এই পদ্ধতিতে পানির বদলে কুলকুচি করতে হয় তেল দিয়ে। পশ্চিমের দেশগুলোতে এই পদ্ধতিকে বলে অয়েল পুলিং। চলুন জেনে নেয়া যাক এর গুণাগুণ সম্পর্কে-