মানসিক অবসাদ ও ডায়াবিটিস কি পরস্পর সম্পর্কযুক্ত? উত্তর-- হ্যাঁ। কোনও ব্যক্তি যদি ডায়াবিটিস আক্রান্ত হন তা হলে যেমন তাঁর মানসিক অবসাদে আক্রান্ত হওয়ার আশঙ্কা বেড়ে যায়, তেমনই কোনও ব্যক্তি মানসিক অবসাদে আক্রান্ত হলে তাঁর ডায়াবিটিস হওয়ার সম্ভাবনাও যথেষ্ট।
তবে এই বিষয়টির মধ্যে একটি আশার কথাও লুকিয়ে রয়েছে। যে হেতু এই দু'টি সমস্যা পারস্পরিক সম্পর্কযুক্ত, তাই এদের চিকিৎসা একই সঙ্গে হওয়া সম্ভব এবং একটি রোগের প্রকোপ কমলে তার সঙ্গে তাল রেখে কমে যেতে পারে অন্য রোগটির ঝুঁকিও। দেখে নিন, কী ভাবে একটি রোগ ডেকে আনতে পারে আরেকটিকে।