কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শক্তি প্রয়োগ নয়, আলোচনায় বসুন

প্রথম আলো সম্পাদকীয় প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:০৩

নিরাপত্তার দোহাই দিয়ে প্রতিবেশী ইউক্রেনের ওপর রাশিয়ার সামরিক অভিযানে বিশ্বের সব শান্তিকামী মানুষের সঙ্গে আমরাও গভীরভাবে উদ্বিগ্ন এবং একটি স্বাধীন দেশে এ ধরনের সামরিক অভিযান ও হামলার কঠোর নিন্দা জানাই। দুই প্রতিবেশী দেশের মধ্যে নিরাপত্তা বা অন্য যেকোনো বিষয়ে বিরোধ দেখা দিতে পারে। কিন্তু তার সমাধানের পথ যুদ্ধ নয়।


সোভিয়েত ইউনিয়নের পতনের পর ওয়ারশ জোট ভেঙে দেওয়া হলেও ন্যাটো জোট সম্প্রসারণ করা হয়েছে। সাবেক সোভিয়েত ইউনিয়নের অনেক মিত্রদেশও ন্যাটোর সদস্য হয়েছে। স্বাভাবিকভাবে রাশিয়া একে তার নিরাপত্তার জন্য হুমকি মনে করতে পারে। প্রতিবেশী ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রসহ ন্যাটোর সদস্যদেশগুলোর রয়েছে সুসম্পর্ক। তাই বলে কোনো রাষ্ট্রের ওপর আগ্রাসী অভিযান বা হামলা করবে, তা বরদাশত করা যায় না। আজ রাশিয়া নিরাপত্তার দোহাই তুলে ইউক্রেনের ওপর হামলা করেছে, ভবিষ্যতে অন্য কোনো বৃহৎ শক্তি যদি একই যুক্তিতে রাশিয়ার কোনো মিত্রদেশের ওপর সামরিক অভিযান চালায়, তাহলে পরিস্থিতি কী দাঁড়াবে?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও