
সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। ইউরোপ-আমেরিকার কোনো হুঁশিয়ারিই কাজে আসেনি। বৃহস্পতিবার ভোরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে অভিযান পরিচালনার নির্দেশ দেন। ঠিক এর পরপরই দফায় দফায় গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ বাহিনী। তিন দিক থেকে ইউক্রেনে ঢুকে পড়ে রাশিয়ার পদাতিক বাহিনীও।
বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী কিয়েভ। হামলা হয়েছে আরও কিছু শহরে, পোদিলস্ক শহরের সেনা ঘাঁটিতেও। এসব হামলায় ৪০ সেনা ও ১০ বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন বলে গণমাধ্যমে খবর বেরিয়েছে।
আহত হয়েছেন শতাধিক মানুষ। এছাড়া নিখোঁজ রয়েছেন অর্ধ-শতাধিক ব্যক্তি। হামলার আগে রাতে এক ভিডিও বার্তায় ইউক্রেনে এক মাসের জরুরি অবস্থা জারি করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি।