
বৃহত্তর ঐক্য হচ্ছে: কর্নেল অলি
লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ বলেছেন, সমমনা বিরোধী দলগুলোর অংশগ্রহণে বৃহত্তর রাজনৈতিক ঐক্য হচ্ছে। সামনে কর্মসূচি আসছে। মার্চের মধ্যেই সব প্রক্রিয়া সম্পন্ন হবে। রাজনৈতিক দল ও নেতাদেরকে যার যার অবস্থান থেকে এতে অংশগ্রহণ করতে হবে। অর্থাৎ এই সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলন হবে। তবে তার মধ্যে গুরুত্বপূর্ণ শর্ত হলো- বিভিন্ন দল থেকে বহিষ্কৃত নেতাদের এই বৃহত্তর রাজনৈতিক ঐক্যের অন্তর্ভুক্ত করা যাবে না।
বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ডিওএইচএস’র নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।