![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-02%252F8962e31f-31ef-4929-b362-469f2d5f319d%252F20190202_KH_0147.jpg%3Frect%3D0%252C0%252C5760%252C3024%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2022-01%252F18c58c05-9e66-46f3-8946-4437460f8f90%252FBanner_7814X143.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
চুলে ফুলের সাজ
প্রথম আলো
প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৩
মাঝে কিছুদিন শুকনো ফুল দিয়ে চুল সাজানোর চল হয়েছিল। তবে তাজা ফুলের আবেদন সব সময়ই চিরন্তন। আগে শুধু খোঁপাতেই ব্যবহার করা হতো ফুল। এখন বেণি, ঝুঁটি এমনকি খোলা চুলেও ঠাঁই পেয়েছে ফুল। বসন্তকালে চারপাশজুড়ে থাকে নানা ফুলের সমারোহ। এসব ফুল দিয়েই সাজাতে পারেন চুল। যেকোনো নিমন্ত্রণেও চলতে পারে এই ফুলের সাজ।
চুলের ডান দিকে সিঁথি কেটে নিন। এবার পুরো চুল পেছনে টেনে খোঁপা করুন। পুরো খোঁপায় গুঁজে নিন গাঁদা ফুল। হাতের কাছেই এই ফুল পাওয়া যায়। যেকোনো উৎসব আমন্ত্রণে এই সাজ আপনাকে দেবে সজীবতা।