হিজাব-বিতর্ক এবং মমতার নতুন চ্যালেঞ্জ

প্রথম আলো শুভজিৎ বাগচী প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২২, ২০:২০

দক্ষিণ ভারতের একটি কলেজে হিজাব-বিতর্ক শুরু হওয়ার এক মাসের মধ্যে তা সারা ভারতে ছড়িয়ে পড়েছে। এই ঘটনার হাওয়া লেগেছে পশ্চিমবঙ্গেও। গত কয়েক দিনে পরপর কয়েকটি ঘটনা ঘটেছে, যার বড় ধরনের রাজনৈতিক তাৎপর্য রয়েছে বলে মনে করা হচ্ছে।


এক, পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি বিদ্যালয়ে হিজাব পরে প্রবেশের অনুমতি না দেওয়ায় কর্তৃপক্ষের সঙ্গে ছাত্রছাত্রীদের তর্কাতর্কি হয়েছে। মুর্শিদাবাদ জেলার সংঘাত নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়েছে।


দুই, পশ্চিমবঙ্গে, বিশেষত রাজ্যের দক্ষিণে, ফুরফুরা শরিফের পীরের সন্তান আব্বাস সিদ্দিকী হিজাব-বিতর্ককে অবলম্বন করে ফের মাঠে নেমেছেন। তাঁর রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা রয়েছে। গত বিধানসভা নির্বাচনে একটির বেশি আসন না পাওয়ায় এত দিন চুপচাপ ছিলেন, হিজাব-বিতর্ক ধরে আবার সক্রিয় হয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও