![](https://media.priyo.com/img/500x/https://static.langimg.com/thumb/msid-89749624,width-540,height-405,resizemode-75/ei-samay.jpg)
পুরুষরা সকালে উঠে এই ৫ ভুল করবেন না! শরীর যাবে বিগড়ে!
eisamay.com
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২, ২০:৫৩
Morning Bad Habits: সারাদিনের খাটনি সেরে রাতে আমরা ঘুমাতে (Sleep) যাই। রাতের ঘুমের মধ্যেই আমাদের শরীর নিজেকে সারিয়ে নেয়। তাই বিশেষজ্ঞরা রাতে ৭ ঘণ্টার বেশি সময় ঘুমাতে বলেন। তবে কেবল রাতের ঘুমেই সব সমস্যার সমাধান হয়ে যায় না। সকালে ওঠার পরও দিনের শুরুটা করতে হবে দারুণভাবে।
বিশেষজ্ঞরা বলছেন, রাত কাটিয়ে দিনের শুরুর সময়টা ভালো হওয়া উচিত। কারণ সকালের শুরুটা যেমন হবে, ঠিক তেমনভাবেই কাটবে সারাদিন। তাই শুরুর সময়টা ভালোভাবে কাটাতে হবে। এক্ষেত্রে সকালে এমন কোনও কাজ করা যাবে না যাতে সারাদিন সমস্যা দেখা দেয়।
- ট্যাগ:
- লাইফ
- শরীরের ভাষা
- শরীরের যত্ন
- শরীরের সুস্থতা