বাহারি কাটের ছোট চুল

www.ajkerpatrika.com প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৯

ফাগুন শুধু ফুলেরই নয়, গরমেরও ঋতু। আর গরমে আরামের জন্য চুল যে ছোট করতে হবে, সেটা না বলে দিলেও চলে। এখন ঘরের কাছেই পাওয়া যায় হরেক রকমের সেলুন বা পারলার। সেগুলোতে বিচিত্র কাটে নাপিত চুল কেটে ফেলেন দক্ষ হাতে। আর আপনি বাসায় ফিরে একটা স্নান সেরে ফুরফুরে মেজাজে কফির মগ নিয়ে বসেন।


কিন্তু একবার চোখ বন্ধ করে ছোট্টবেলার কথা মনে করুন। বয়স দুই, তিন, চার অবধি ছেলেমেয়ের চুল ছেঁটে দেন মা-বাবা। এরপর একটু বড় হলে ছেলেটি হয়তো স্পাইডারম্যানের মুখোশ পরে বাবার হাত ধরে সেলুনে চলে যায়। অনেক সময় বায়নায় হার মেনে ছেলের সঙ্গে বাবারও চুল ছাঁটতে হয়। ওদিকে মেয়েদের চুলে বহুদিন পর্যন্ত কাঁচি চালিয়ে যান মায়েরা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও