বিচারপ্রাপ্তি সহজ করবে গ্রাম আদালত
বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর অনেক সময় আদালতে মামলা চালানোর মতো ন্যূনতম অর্থ থাকে না। আবার দীর্ঘ মেয়াদে মামলা চালিয়ে যাওয়াটাও তাদের পক্ষে এক বড় সমস্যা। বিশেষ করে গ্রামাঞ্চলে বসবাসকারী জনগণের পক্ষে জেলা শহরে অবস্থিত আদালতে নিয়মিত উপস্থিত হয়ে মামলা ও মামলার খরচ চালানো সমস্যা। আবার তারা অনেক ছোটখাটো মামলা সুযোগ না থাকার কারণে দায়রা জজ আদালতে দায়ের করতে পারে না।
ফলে দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ অনেক ক্ষেত্রে সুষ্ঠু বিচার পাওয়ার অধিকার থেকে বঞ্চিত। কিন্তু স্থানীয় শাসনব্যবস্থাকে শক্তিশালী করার অংশ হিসেবে গ্রাম আদালত কার্যকর থাকলে তৃণমূল পর্যায়ে বিচারব্যবস্থায় এ দেশের দরিদ্র জনগোষ্ঠীর প্রবেশাধিকার বহুমাত্রায় বৃদ্ধি পাবে। এতে গ্রামীণ জনগোষ্ঠীর সুষ্ঠু বিচারপ্রাপ্তি অনেকাংশে নিশ্চিত করাও সম্ভব হবে।
- ট্যাগ:
- মতামত
- শাসনব্যবস্থা
- হতদরিদ্র জনগোষ্ঠী