সার্চ নয়, এটি ক্র্যাশ কমিটি: রিজভী

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১২:০৯

নিশিরাতের সরকারের বানানো সার্চ কমিটিকে বিএনপি প্রত্যাখ্যান করেছে। সেখানে নাম দেওয়ার প্রশ্নই ওঠে না। আসলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য সরকারের মন্ত্রীরা মিথ্যাচার করছে।’ 


আজ শুক্রবার তাঁতিদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 


রিজভী বলেন, ‘বর্তমান সার্চ কমিটিতে যারা আছে সবাই আওয়ামী লীগের। মূলত, এটি সার্চ কমিটি নয়, ক্র্যাশ কমিটি। তাঁদের দ্বারা যে কমিশন গঠিত হবে তাঁরাও তাই হবে। এ কমিটির মাধ্যমে যে ইসি গঠিত হবে তাঁরা জালিয়াতি ও পাতানোর নির্বাচনই উপহার দিবে। আরেকটি পাতানো নির্বাচন আয়োজনের জন্য শেখ হাসিনা তা করেছেন। আমরা পরিষ্কার বলে দিতে চাই, এ সরকারের অধীনে কোন নির্বাচনে অংশ নেবে না বিএনপি। আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করে তাঁদের দ্বারা গঠিত নির্বাচন কমিশনের অধীনেই বিএনপি নির্বাচনে অংশ নেবে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও