শরীফ উদ্দিনরা কেন চাকরি হারান
‘ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার’—শোয়া চার শ বছর আগে ম্যাকবেথ নাটকে তিন ডাইনিকে দিয়ে অশুভ জগতের এই মন্ত্র শুনিয়েছিলেন উইলিয়াম শেক্সপিয়ার। সেই ডাকিনীদের কাছে ‘সুন্দরই কুৎসিত, কুৎসিতই সুন্দর’। এর পর সোয়া চার শ বছর কেটেছে। তারপরও আমাদের অনেক তন্ত্রের মতো আমলাতন্ত্রের গ্রন্থিতেও সেই শেক্সপীয়রিয়ান ডাকিনী মন্ত্র ঠিকই মিশে আছে। সেখানে এখনও ‘সুন্দরই কুৎসিত, কুৎসিতই সুন্দর’।
আন্দাজ করি, সেখানে যখনই কোনো সৎ-সাহসী কর্মকর্তা কোনো ‘ফাউলের’ বিরুদ্ধে ‘ফেয়ার’ ব্যবস্থা নিতে যান, তখনই বড় বড় চেয়ারে বসা ময়মুরুব্বীরা রাগ হন। তাঁদের পক্ষ থেকে ওই কর্মকর্তাকে সেই ডাকিনী মন্ত্র শোনানো হয়। তিনি সেই মন্ত্রের মর্মার্থ ধরতে পারেন তো ভালো; না পারলে সোজা ওএসডি নয়তো বরখাস্ত। এটি এখানকার মেলাদিনের রেওয়াজ।