যেসব কারণে ক্যান্সার নিয়ে জন্মাতে পারে শিশু

যুগান্তর প্রকাশিত: ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১১:১০

ছয় মাস বয়সের শিশু সাজ্জাদ। চার মাস ধরে ভর্তি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। এর আগে দেড় মাস বিভিন্ন হাসপতালে ঘুরে ভর্তি হয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ক্যান্সার বিভাগে।


জন্মের প্রথম কয়েকদিন পেটে ব্যথা নিয়ে কান্নাকাটি করত। তখনও মা সায়েরা খাতুন জানতেন না কী অপেক্ষা করছিল। ধীরে ধীরে পেট ফুলতে থাকে, তখন স্থানীয় ফার্মেসি দোকান থেকে গ্যাস্ট্রিকের ওষুধ কিনে খাওয়াতে থাকেন। কিন্তু পেট আরও বেশি ফুলতে থাকায় নিয়ে যান শিশু বিশেষজ্ঞের কাছে। এরপর লালমনিরহাট ও রংপুরের বেসরকারি কয়েকটি হাসপতাল ঘুরে ভালো কোনো ফল না পেয়ে রেফার্ড করেন ঢাকা মেডিকেল কলেজের শিশু ক্যান্সার বিভাগে। এখানে ভর্তির পর জানতে পারেন পেটে টিউমারের কারণেই ফুলছে এবং এটিও ক্যান্সারের একটি ধরন বলে জানান ঢাকা মেডিকেলর চিকিৎসক।


বেসরকারি তথ্যমতে, দেশে এখন পর্যন্ত প্রায় ১৫ লাখ শিশু ক্যান্সারে আক্রান্ত। এর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয় ব্লাড ক্যান্সারে। এর পরেই আছে ব্রেন টিউমার। এছাড়া অন্যান্য টিউমারেও ক্যান্সার আক্রান্ত হয়ে থাকে শিশুরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও