![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-02%252Fa546ff1b-8b83-4878-af24-638b02b03829%252FSaifa_mim.jpeg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D300%26dpr%3D1.0)
মুনিয়া হত্যা মামলার আসামি সাইফাকে জিজ্ঞাসাবাদ করছে পিবিআই
মোসারাত জাহান মুনিয়া হত্যা মামলার অন্যতম আসামি সাইফা রহমানকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে তাঁকে তাঁর ধানমন্ডির বাসা থেকে নিয়ে আসে পুলিশ।
পিবিআই অতিরিক্ত পুলিশ সুপার (আইন ও গণমাধ্যম শাখা) মো. আবু ইউসুফ প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মুনিয়া ধর্ষণ ও হত্যা মামলার ৬ নম্বর আসামি সাইফা রহমান। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার প্রস্তুতি চলছে।