কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

১৩ শিক্ষার্থীকে ধর্ষণ, ইন্দোনেশীয় মাদ্রাসা মালিকের যাবজ্জীবন

কালের কণ্ঠ ইন্দোনেশিয়া প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৫১

১৩ শিক্ষার্থীকে ধর্ষণ করা ইন্দোনেশিয়ার এক আবাসিক মাদ্রাসার মালিক তথা শিক্ষককে আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ১১ থেকে ১৬ বছর বয়সী মেয়েদের প্রতি হেরি উইরাওয়ান নামে ওই ব্যক্তির নির্যাতন ইন্দোনেশিয়ার মানুষকে স্তম্ভিত করেছে। হেরি উইরাওয়ান ২০১৬ সাল থেকে উল্লিখিত শিক্ষার্থীদের ধর্ষণ করেছিলেন। তাদের মধ্যে আটজন গর্ভবতী হয়ে পড়েছিল।


এমনকী তারা নয়টি সন্তানের জন্ম দিয়েছে। কৌসুলিরা আদালতের কাছে আসামীর মৃত্যুদণ্ডের আবেদন করেছিলেন। তবে মঙ্গলবার বান্দুং জেলা আদালতের বিচারকদের একটি বেঞ্চ ৩৬ বছর বয়সী হেরি উইরাওয়ানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। তারা উইরাওয়ানকে রাসায়নিক প্রয়োগে নপুংসক করে দেওয়ার আবেদনও প্রত্যাখ্যান করেছেন। উল্লিখিত শিক্ষার্থীদের ওপর বছরের পর বছর ধরে চলা নির্যাতনের বিষয়টি গত বছরের মে মাসে ধরা পড়ে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও