কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

গরু পাচারকাণ্ডে সিবিআইয়ের মুখোমুখি দেব, কী বলে এলেন নায়ক?

ঢাকা টাইমস প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১৫:৪৫

গরু পাচার মামলায় সিবিআই অফিসে গিয়ে হাজিরা দিলেন অভিনেতা তথা তৃণমূল সাংসদ দীপক অধিকারী দেব। মঙ্গলবার সকাল ১০টা ৫৫ মিনিট নাগাদ তিনি নিজাম প্যালেসে সিবিআই অফিসে পৌঁছান।


কিন্তু সেখানে তাকে কী জিজ্ঞেস করা হয়েছে এবং নায়ক কী বলেছেন, সেসব প্রকাশ করা হয়নি। এর আগে গত ৯ ফেব্রুয়ারি গরুপাচার মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ দেবকে নোটিশ পাঠিয়েছিল সিবিআই। এনামুল হক নামে গরুপাচার চক্রের এক সদস্যের সঙ্গে নাকি দেবের কিছু বিষয়ে যোগসূত্র পাওয়া গেছে। সেই প্রসঙ্গে জিজ্ঞাসাবাদ করতেই টলিউড নায়ককে তলব করেছিল সিবিআই।


সে সময় সংস্থাটির নোটিশে অবশ্য তলবের কোনো স্পষ্ট কারণ জানানো হয়নি দেবকে। গরুপাচার মামলায় একাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের সময় নাকি তৃণমূল সাংসদ তথা অভিনেতার নাম উঠে এসেছে। জানা গেছে, কয়েক বছর আগে দেবকে নাকি কিছু উপহার দিয়েছিলেন এনামুল। ধারণা করা হচ্ছে, এনামুলের থেকে দেবের উপহার নেওয়ার বিষয়টির সত্যতা যাচাই করতে তাকে ডেকেছিল সিবিআই। পাশাপাশি এনামুলের সঙ্গে কোনো আর্থিক লেনদেনে দেব জড়িত ছিলেন কিনা, তাও জানতে চাওয়া হয়েছে তার কাছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও