 
                    
                    মেকআপ তুলতে নারকেল তেল ব্যবহার করেন? ত্বকের ক্ষতি করছেন না তো
                        
                            আনন্দবাজার (ভারত)
                        
                        
                        
                         প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৬
                        
                    
                ত্বক ও চুল ভাল রাখতে অনেকেই ভরসা রাখেন নারকেল তেলের উপর। কেউ সিরাম হিসেবে কেউ বা আবার মেকআপ তুলতে এই তেল ব্যবহার করেন। নারকেল তেল ক্যালশিয়াম, প্রোটিন, ভিটামিন, আয়রন, ম্যাঙ্গানিজ এবং সেলেনিয়ামে ভরপুর। তাই ত্বকের স্বাস্থ্য ভাল রাখতে এই তেলের জবাব নেই। তবে বেশি ব্যবহার করলে নারকেল তেলও হতে পারে ক্ষতিকারক।
১। ত্বক আর্দ্র রাখতে অনেকেই নিয়মিত ময়শ্চারাইজার হিসেবে নারকেল তেল ব্যবহার করেন। নিয়মিত এই তেল ব্যবহার করলে অ্যাকনে, ব্ল্যাকহেড, হোয়াইটহেডের সমস্যা হতে পারে।
২। নারকেল তেল মুখে লাগালে ত্বকের প্রাকৃতিক তেল তৈরি করার ক্ষমতা অনেকটা বেড়ে যায় এবং মুখ সব সময় তৈলাক্ত এবং আঠালো দেখায়। এই কারণে মুখে লেগে থাকে ধুলোবালি। ফলস্বরূপ মুখে ব্রণর সমস্যা বেড়ে যায়।
- ট্যাগ:
- লাইফ
- পরিস্কার
- মেকআপ
- নারকেল তেলের ব্যবহার
 
                    
                