উইন্ডোজ ১১ ইনস্টলে সতর্ক করবে মাইক্রোসফট

বণিক বার্তা প্রকাশিত: ১৫ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০২

সিস্টেমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এমন কম্পিউটারেও ব্যবহারকারীরা উইন্ডোজ ১১ অপারেটিং সিস্টেম ইনস্টল করতে পারে। তবে জোরপূর্বক ইনস্টলের মাধ্যমে যে ক্ষতি হয়, সে বিষয়ে এতদিন ব্যবহারকারীরা অবগত ছিল না। সম্প্রতি ইনস্টলের ক্ষেত্রে ব্যবহারকারীকে সতর্ক করার ব্যবস্থা নিয়েছে মাইক্রোসফট। খবর টেকরাডার।


কম্পিউটার সিস্টেমের প্রয়োজনের সঙ্গে না মিললেও পিসিতে উইন্ডোজ ১১ ইনস্টল করা যায়। অতীতে এ বিষয়ে সাবধান করেছে মাইক্রোসফট করপোরেশন। মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়, জোর করে অপারেটিং সিস্টেম ইনস্টলের মাধ্যমে কম্পিউটার সিস্টেমে ক্ষতির আশঙ্কা থাকে। পাশাপাশি প্রধান নিরাপত্তা আপডেটগুলো ডিভাইসে আসা বন্ধ হয়ে যাবে। কিন্তু ডিভাইসগুলোয় এতদিন স্বাভাবিকভাবেই আপডেটগুলো চলে আসছিল। এবার সাবধানতার বিষয়ে আরো এক ধাপ এগিয়েছে মাইক্রোসফট।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত