রূপচর্চায় মেথির ৫ ব্যবহার
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫২
মেথি কেবল রান্নাতেই ব্যবহৃত হয় না, রূপচর্চাতেও এর ব্যবহার বেশ পুরনো। এটি যেমন চুলের বৃদ্ধি বাড়ায়, তেমনি ত্বক করে ভেতর থেকে পরিষ্কার। ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা নিয়ে আসতেও ভেষজটির জুড়ি নেই। জেনে নিন রূপচর্চায় মেথির ব্যবহার সম্পর্কে।
রুক্ষ ত্বকে প্রাণ ফেরাতে
মলিন ত্বকে উজ্জ্বলতা নিয়ে আসতে পারে মেথি। মেথি গুঁড়া করে পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এক চিমটি হলুদ গুঁড়া ও খানিক্রা অ্যালোভেরা জেল মিশিয়ে ত্বকে ফ্রিজে রেখে দিন। কিছুক্ষণ পর বের করে ত্বকে লাগান। ১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন।
চুল ঘন করতে
ঘুম ও লম্বা চুলের জন্য মেথির হেয়ার প্যাক ব্যবহার করতে পারেন। ৩ টেবিল চামচ মেথি সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। পরিদন বেটে ২ টেবিল চামচ শিকাকাই পাউডার মিশিয়ে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।