 
                    
                    ডেটিং অ্যাপে সাবধান, প্রতারকরা হাতিয়েছে হাজার কোটিরও বেশি টাকা
                        
                            কালের কণ্ঠ
                        
                        
                        
                         প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০৩
                        
                    
                যেখানেই সুযোগ সেখানেই হাজির হয় প্রতারকেরা। ডেটিং অ্যাপের জগতেও হাজির হয়েছে তারা। যুক্তরাষ্ট্র সরকারের হিসাব অনুযায়ী, ২০২১ সালেই ডেটিং অ্যাপগুলোতে ফাঁদ পেতে প্রতারকরা চারশত ৭২ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। গত ৫ বছরে ডেটিং অ্যাপ ব্যবহারকারীরা প্রতারিত হয়ে খুইয়েছেন সর্বমোট এক হাজার ১২২ কোটি টাকা।
যুক্তরাষ্ট্রে যত প্রতারণার ঘটনা ঘটে প্রতি বছর, এর মধ্যে ডেটিং অ্যাপে প্রতারণাই সবচাইতে বেশি। প্রতারণার মঞ্চ বদলাতে পারে, কিন্তু কায়দা রয়ে গেছে আগের মতই। ডেটিং অ্যাপে ভুয়া প্রোফাইল খুলে প্রতারকরা অনলাইনেই প্রতারিত ব্যক্তিদের সঙ্গে প্রেম জমায়, এরপর শুরু করে নানাবিধ মিথ্যা গল্প ফেঁদে টাকা চাওয়া। আজ অসুস্থতা তো কাল পারিবারিক সমস্যা, পরশু ব্যবসায় বড় ক্ষতি-প্রতারকদের সমস্যার যেন শেষ থাকে না।
 
                    
                 
                    
                 
                    
                