কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

শিক্ষার্থীরা ক্লাসে ফিরতে পারে, মত স্বাস্থ্য অধিদপ্তরের

ঢাকা টাইমস প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৬

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ হারের নিম্নমুখিতা ও বেশির ভাগ শিক্ষার্থীই টিকার আওতায় চলে আসায় তারা ক্লাসে ফিরে যেতে পারে বলে মত দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে জানিয়েছে সংস্থাটি। রবিবার দুপুরে দেশের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে নিয়মিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এসব কথা বলেন।


ডা. নাজমুল বলেন, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থী আছেন, স্বাস্থ্যবিধি মেনে তাদের একটি বড় অংশই টিকা নিয়েছে। সব পরিস্থিতি যদি আমাদের অনুকূলে থাকে তাহলে স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে যেতেই পারেন। স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র বলেন, আমরা করোনার সঙ্গে গত দুই বছর যাবত অভ্যস্ত হওয়ার চেষ্টা করছি। সতর্কতার সর্বোচ্চ পর্যায়টি যদি আমরা অবলম্বন করতে পারি, তাহলে মৃত্যু ও সংক্রমণ অবশ্যই কমে আসতে বাধ্য হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও