কফি খেতে কে না পছন্দ করেন। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় পানীয় এটি। কেউ পছন্দ করেন ব্ল্যাক কফি, কেউ আবার ঘন দুধ চিনি দিয়ে কফি খান।
তবে সবচেয়ে জনপ্রিয় হলো কাপোচিনো কফি। অবসর কাটানো থেকে শুরু করে বন্ধু বা পরিবারের সঙ্গে আড্ডা কিংবা ক্লান্তি দূর করতে কাপোচিনো কফির বিকল্প নেই।