পাঁচ বছরে কোনো কাজে আসেনি সেতুটি
রাজবাড়ী সদরের পাচুরিয়া ইউনিয়নের মরডাঙ্গা খালের ওপর নির্মিত একটি সেতু। উপজেলার পাচুরিয়া ইউনিয়নের মরডাঙ্গা খালের ওপর নির্মিত এ সেতু।
সংযোগ সড়কজুড়ে মেহগনি গাছের বাগান। পাঁচ বছর পেরিয়ে গেলেও স্বাভাবিক চলাচলের উপযোগী হয়নি। চলতে পারে না কোনো প্রকার যানবাহন। সেতুটি নির্মাণের পর থেকে এখন পর্যন্তও মানুষের কোনো উপকারে আসছে না। বরং রাজবাড়ীর এ সেতুটি এলাকাবাসীর গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে।
সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এসএম মনোয়ার মাহমুদ বলেন, সেতুর সংযোগসড়ক করার জন্য তৎকালীন পাচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আলমগীরকে একাধিকবার তাগিদ দেওয়া হয়েছিল। তারপরেও তিনি কাজটি করেননি। কেন করেনি সেটা বুঝতে পারছি না। সাবেক চেয়ারম্যান এ রকম আরো অনেক আজব প্রকল্প করেছেন। যা এখন খতিয়ে দেয়া হবে। এখন চেয়ারম্যান পরিবর্তন হয়েছে। নতুন চেয়ারম্যানকে বলে সেতু চলাচলের উপযুক্ত করা হবে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সেতু নির্মাণ
- চলাচলের অনুপযোগী