কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কেন দাঁড়াতে পারল না এফএম রেডিও

প্রথম আলো প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২২, ০৭:০৩

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হারাধন রায় এখন বড় একটা সময় ফেসবুকে পড়ে থাকেন। অথচ ২০১৪ সালের মাঝামাঝিতেও তাঁর আসক্তি ছিল অন্যদিকে, এফএম রেডিওতে।


হারাধন রায় প্রথম আলোকে বলেন, ‘আগে ফিচার ফোন ছিল। তখন সারাক্ষণ এফএম রেডিও চালিয়ে রাখতাম। এখন গান শুনতে মন চাইলে ইউটিউবে চলে যাই। যতদিন স্মার্টফোন ছিল না, ততদিন শুনতাম এফএম রেডিও।’


বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন চতুর্থ বর্ষে উঠে স্মার্টফোন কেনেন হারাধন রায়। তখন থেকেই এফএম (ফ্রিকোয়েন্সি মডিউল) রেডিওতে আসক্তি কমতে থাকে তাঁর। দেশে এফএম রেডিওর প্রতি আসক্তি কমেছে হারাধনের মতো আরও অনেকের।


দেশে এফএম রেডিওর জনপ্রিয়তা দ্রুত কমার কারণ অনেক। বৈচিত্র্য নয় বরং অন্যের জনপ্রিয় অনুষ্ঠান অনুকরণ, শুধু গান প্রচারের ওপর নির্ভরতা, বিজ্ঞাপনী সংস্থার মনমতো অনুষ্ঠান প্রচার, তরুণ প্রজন্মের রেডিও জকিদের (আরজে) মানের চেয়ে খ্যাতির দিকে বেশি নজর দেওয়া, বিজ্ঞাপন দ্রুত কমে যাওয়া, মূলত এগুলোকেই জনপ্রিয়তা কমার কারণ হিসেবে চিহ্নিত করেছেন এ খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও