কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বাড়ছে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত শিশু রোগী

কালের কণ্ঠ কুলাউড়া প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২২, ০৯:২৬

মৌলভীবাজারের কুলাউড়ায় এক মাস ধরে তীব্র শীত ও ঠাণ্ডাজনিত কারণে নিউমোনিয়া, সর্দি-কাশি, জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত রোগের প্রকোপ বাড়ছে। গত ১০ দিনে নিউমোনিয়া ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে অর্ধশতাধিক শিশু। এর মধ্যে অনেকেই চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। এ ছাড়া প্রতিদিন হাসপাতালের বহির্বিভাগেও শতাধিক শিশু প্রাথমিক চিকিৎসা নিচ্ছে। তবে আতঙ্কিত না হয়ে শিশুদের বাড়তি যত্ন নেওয়ার পাশাপাশি প্রতিরোধের পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, চলতি ফেব্রুয়ারির ১ থেকে ১০ তারিখ পর্যন্ত ৩২ জন শিশু ডায়রিয়ায় এবং নিউমোনিয়ায় ১৯ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এই সময়ে ডায়রিয়া আক্রান্ত ২১ জন ও ৯ জন নিউমোনিয়া আক্রান্ত শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।  

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও