ভারতে কোনো আলোচিত ঘটনা ঘটবে, আর তা নিয়ে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত কিছু বলবেন না; এমনটা তো হয় না। ঠিক তাই, পুরো ভারত যখন কর্ণাটকের হিজাব কাণ্ডে উত্তাল, যেই ইস্যু ছড়িয়ে গেছে আন্তর্জাতিক অঙ্গনেও; সে বিষয়ে কঙ্গনা নিজের মন্তব্য অবশ্যই জাহির করেছেন।
সোশ্যাল প্ল্যাটফর্মে কঙ্গনা লিখেছেন, ‘যদি সত্যিই সাহস দেখাতে হয়, তাহলে আফগানিস্তানে গিয়ে বোরকা পরবেন না! স্বাধীনভাবে থাকতে শিখুন, খাঁচায় নিজেকে বন্ধ করে রাখবেন না।’