কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ব্যয়বহুল হোটেল কক্ষ

www.ajkerpatrika.com প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৯:৫০

সঠিক দামে যেমন দুর্মূল্য হীরা-জহরত পাওয়া যায়, তেমনি পাওয়া যায় আরাম-আয়েশ। আরামপ্রিয়, বিলাসী আর শৌখিন ধনী মানুষের জন্য পৃথিবীতে আছে বহু দামি পেন্ট হাউস। পেন্ট হাউস হলো কোনো অ্যাপার্টমেন্ট বিল্ডিং, কন্ডোনিয়াম, হোটেল বা টাওয়ারের একেবারে টপ ফ্লোর। এগুলোর ভাড়া সাধারণত হোটেলের চেয়ে বেশি হয়।


৫২ তলায় ৫২ লাখ
বলা হচ্ছে আমেরিকার টাই ওয়ার্নার পেন্ট হাউসের কথা। এটি ফোর সিজনস নেটওয়ার্কের পেন্ট হাউস। পেন্ট হাউসটি যে বিল্ডিংয়ে, সেটি ১৯৮৯ সালে তৈরি হয়। সময় লাগে সাত বছর, খরচ হয় ৫০ মিলিয়ন ডলার। ৫২ তলায় অবস্থিত এই পেন্ট হাউস থেকে পুরো নিউইয়র্ক শহর দেখা যায়। এক বেডরুমের পেন্ট হাউসটিতে আলাদাভাবে রয়েছে বসার জায়গা। সেখানে বসে পিয়ানো বাজানো বা বই পড়ার সুবিধা আছে। চাইলে ম্যাসাজও করিয়ে নিতে পারবেন। হোটেল ছেড়ে বের হলে আপনাকে রোলস রয়েসে করে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে। এ পেন্ট হাউসে এক রাত কাটানোর জন্য খরচ করতে হয় ৬০ হাজার ডলার বা প্রায় ৫২ লাখ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও