কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইজারা দেয়া হচ্ছে ৩৮ হাজার জলমহাল

বণিক বার্তা ভূমি মন্ত্রণালয় প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০৩

সরকারি হিসাবে দেশে বিভিন্ন আকারের জলমহালের সংখ্যা ৩৮ হাজার ৪৪টি। এসব জলমহালের ইজারার ক্ষেত্রে স্থানীয় ও রাজনৈতিক প্রভাবশালীদের প্রভাব খাটানোর অভিযোগ ওঠে প্রায়ই। আবার জলমহাল ইজারা পদ্ধতি প্রতিযোগিতামূলক না হওয়ায় রাজস্ববঞ্চিত হয় সরকার। এমন প্রেক্ষাপটে আগামী পাঁচ বছরের জন্য জলমহালের ইজারা পেতে অনলাইনে আবেদনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।


গতকাল সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সরকারি জলমহাল ইজারাসংক্রান্ত কমিটির ৬৭তম সভা থেকে নতুন এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেন, জেলা ও উপজেলায় সাধারণ আবেদনে জলমহাল ইজারার আবেদন দাখিলের বিধান প্রবর্তন করা হলে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং মত্স্যজীবী সমবায় সমিতিসহ সবাই উপকৃত হবে। অনলাইনে জলমহাল ইজারার আবেদন দাখিল করার কারণে মত্স্যজীবী সমিতির সদস্যরা ইজারা প্রক্রিয়ার নানাবিধ জটিলতা এড়াতে পেরেছেন। এছাড়া এ সম্পর্কিত যাতায়াত কমে যাওয়ায় সমিতির সদস্য মত্স্যজীবীদের অনেক অর্থ সাশ্রয় হয়েছে। এজন্য উন্নয়ন প্রকল্পের মতো জেলা ও উপজেলায় আবেদনে অনলাইনে জলমহাল ইজারার আবেদন দাখিলের বিধান প্রবর্তনের জন্য নির্দেশ দেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও