শিল্পী সমিতির নির্বাচন : ঘটি ডোবে না নামে তালপুকুর

ঢাকা পোষ্ট শাহানা হুদা রঞ্জনা প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৪৪

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন এবং এই নির্বাচনকে ঘিরে আস্ফালন, ফলাফল ঘোষণার নাটকীয়তা এবং সর্বোপরি সামাজিক ও গণমাধ্যমে আলোচনা-সমালোচনা দেখে মনে হলো প্রচলিত সেই বাগধারাটির কথা, ‘ঘটি ডোবে না নামে তালপুকুর’। এই নির্বাচনটির অবস্থা হয়েছে একেবারে তাই।


নাই এফডিসির কোনো জৌলুস, নাই চলচ্চিত্রের কোনো মান, নাই সিনেমা হলে দর্শক, নাই শিল্পী তারকার সেই অবস্থান, অথচ ছোট এই নির্বাচনকে ঘিরে এফডিসি ছিল জমজমাট। টাকা দেওয়া নেওয়া, কান্নাকাটি, আবেগ-বিবেক, টিকা-টিপ্পনী, বিভিন্ন প্যানেলের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ, কুৎসা রচনা ইত্যাদি বিষয়ে নানান ঘটনা আমাদের চোখে পড়েছে। অবস্থাদৃষ্টে মনে হয়েছে, এই নির্বাচনই বুঝি বাংলা সিনেমার কোনো অংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও