আত্মরক্ষা করতে যে কৌশল অবলম্বন করবেন
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৯:০৭
স্কুল থেকে বাড়ি ফিরছ তুমি। হঠাত্ কয়েকজন ষণ্ডামার্কা ছেলে এসে পথ আটকে দাঁড়াল। ওরা তোমার সঙ্গে অযথা মারপিট করতে চায়। তবে কি মার খেয়ে বাড়ি ফিরবে তুমি? কিংবা ধরো আদরের ছোট বোনকে সঙ্গে নিয়ে কোথাও যাচ্ছ।
কেউ এসে অযথা বিরক্ত করতে শুরু করল তোমাদের। নিশ্চয়ই তা ভালো লাগবে না তোমার। প্রতিবাদ করতে গেলে। তখনই ওরা দল বেঁধে হামলা করল তোমার ওপর। তখন নিশ্চয়ই বসে থাকবে না তুমি। কিন্তু একা একা অত ছেলের সঙ্গে পারবে তো? তা-ও আবার খালি হাতে?