গাল জুড়ে এক রাশ ব্রণ? সমাধান পেতে পারেন রসুনের ব্যবহারে
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭:২৮
ব্রণর সমস্যায় নাজেহাল এমন মানুষ বোধহয় বিরল। পুরুষদের তুলনায় মহিলাদের মধ্যে ব্রণর সমস্যা অনেক বেশি। ব্রণ তাড়াতেও চেষ্টার ঘাটতি রাখেন অনেকেই। বাজারের প্রসাধনী ব্যবহার থেকে শুরু করে ঘরোয়া উপায়, বাদ রাখেননি কিছুই। অথচ ব্রণর হাত থেকে মুক্তি পাননি। এই পরিস্থিতিতে যদি আপনাকে বলা হয় রান্নাঘরের একটি উপাদানেই আপনার ব্রণর সমস্যার অবসান ঘটতে পারে, তা হলে কেমন হয়? তবে জেনে রাখুন ব্রণর সমস্যার অবসান ঘটাতে পারে রসুন।
রসুন কেন ব্রণ কমাতে পারে?
অ্যান্টিমাইক্রোবিয়াল সমৃদ্ধ রসুন বিভিন্ন ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। ব্রণ সৃষ্টিকারী ব্যাক্টেরিয়াকেও মেরে ফেলতে সক্ষম রসুন। রসুনের অ্যালিসিন নামক রাসায়নিক উপাদান ব্রণ সংক্রমণ রোধ করে। ব্রণর ফলে তৈরি হওয়া দাগছোপও নিমেষে তুলতে সাহায্য করে রসুন।