কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

Mosquito: কোন রঙের পোশাকে বেশি আকৃষ্ট হয় মশা? জানাল গবেষণা

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ১৪:৫৪

'রাতে মশা দিনে মাছি/ এই নিয়ে কলকাতায় আছি'—কবি ঈশ্বর গুপ্তের এই কবিতাই বলে দেয় মশা আর বাঙালির সম্পর্ক প্রায় কিংবদন্তির। অথচ প্রকৃতির নিয়মে আবহমানে মশককুলের সঙ্গে মানবজাতির ধুন্ধুমার যুদ্ধ লাগবেই। কিন্তু জানেন কি, মশা কাকে আক্রমণ বেশি করবে তার অনেকটাই নির্ভর করে সংশ্লিষ্ট ব্যক্তি কোন রঙের পোশাক পরে আছেন তার উপরে!


বিজ্ঞান বিষয়ক পত্রিকা, নেচার কমিউনিকেশন-এ প্রকাশিত একটি গবেষণাপত্রে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানালেন, এডিস মশা প্রথমে যে জিনিসটি চিহ্নিত করে সেটি হল দেহ থেকে নিঃসৃত হওয়া কার্বন ডাই অক্সাইড। এর পর যে উৎস থেকে ওই কার্বন ডাই অক্সাইড নির্গত হচ্ছে, তার রঙের উপর ভিত্তি করে আক্রমণ করে মশা। গবেষকদের বক্তব্য লাল, কমলা, কালো ও সায়ান রঙের প্রতি বেশি আকৃষ্ট হয় মশা। পাশাপাশি সবুজ, বেগনি, নীল ও সাদা রঙের প্রতি একেবারেই আকৃষ্ট হয় না তারা।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও