টেকনাফে নারী উন্নয়ন কর্মীদের ওপর হামলা, শাস্তি দাবি ৬০ এনজিওর
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৫
কক্সবাজারের টেকনাফে সম্প্রতি কোস্ট নামের একটি এনজিওর দুই নারী উন্নয়নকর্মীসহ ছয়জনের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জেলায় কর্মরত প্রায় ৬০টি স্থানীয় ও জাতীয় এনজিওর নেটওয়ার্ক কক্সবাজার সিএসও এনজিও ফোরাম (সিসিএনএফ)।
শনিবার (৫ ফেব্রুয়ারি) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হামলার ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সাতদিনের আল্টিমেটাম দিয়েছে সিসিএনএফ। অন্যথায় টেকনাফের হ্নীলা ইউনিয়নে সিসিএনএফের সদস্য এনজিও কোনো কর্মসূচি বাস্তবায়ন করবে না বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- প্রতিবাদ
- হামলা
- নারী কর্মী