বসন্ত জাগ্রত দ্বারে
www.ajkerpatrika.com
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ১৬:২৯
আজি খুলিয়ো হৃদয়দল খুলিয়ো,
আজি ভুলিয়ো আপনপর ভুলিয়ো,
এই সংগীত-মুখরিত গগনে
তব গন্ধ তরঙ্গিয়া তুলিয়ো।
এই বাহির ভুবনে দিশা হারায়ে
দিয়ো ছড়ায়ে মাধুরী ভারে ভারে।
আজি বসন্ত জাগ্রত দ্বারে…।’
—রবীন্দ্রনাথ ঠাকুর
শীতের হিমেল হাওয়া একটু একটু করে থিতু হচ্ছে, বাতাসের তরঙ্গে বইতে শুরু করেছে বসন্তের প্রেম। আর মাত্র কটা দিন, তারপর এখানে-সেখানে স্বর্ণাভ রোদে ঝলমল করে উঠবে গাঁদা ফুলের রং। রঙের খেলায় মেতে উঠবে ঘাসফুল আর ফাল্গুনী ফুলেরা। প্রকৃতিতে যখন এমন দোল লাগে, তখন কি আর ঘরে বসে থাকা যায়? সময় এখন দরজার কপাট মেলার, বসন্ত উৎসবে মেতে ওঠার!